{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ন প্রকল্পের ২ শতক বন্দোবস্ত পাওয়া জমি জাল জালিয়াতির মাধ্যমে শ্রেনী পরিবর্তন করে ২ একর জমির দলিল সম্পাদন করার দায়ে আলমগীর হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর)দুপুরে ওই জমির নামজারি করতে এলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীকের নির্দেশে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই ব্যক্তিসহ অজ্ঞাতনামা সহযোগিদের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।উপজেলার মহিপুর সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মস্তফা বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ২০২০ সালে কুয়াকাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন মুজিব বর্ষের ২ শতাংশ জমির পরিবর্তে জাল জালিয়াতির মাধ্যমে কুয়াকাটা মৌজার ৫৭ নং জেএল এর ১ নং খাস খতিয়ানের ২১০৪, ২১০৫ ও ২১১১ দাগের ২ একর জমির জাল দলিল তৈরী করেন। এতে আরো উল্লেখ করা হয় এর আগে আশ্রয়ন প্রকল্পের ২ শতক জমির শ্রেণি পরিবর্তন করে নেওয়ার বিষয় আমলে নিয়ে অধিকতর তদন্ত করেছে দুদক।