বিশেষ প্রতিনিধিঃ আজ ১৬ নভেম্বর বিকালে বন্দর বাবুপাড়া, শ্রী শ্রী লালজী মন্দীরে বন্দর থানা সেলুন মালিক ইউনিটি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পরিচিত সভা অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে বন্দর থানা সেলুন মালিক সমিতি সভাপতি অজিত চন্দ শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক ও বন্দর থানা সিএনজি অটো শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহম্মেদ৷ এ সময় প্রধান অতিথি বক্তব্যে পাপ্পু বলেন একতা ঐক্যের মূল চাবিকাঠি আপনারা যদি বন্দর থানা সেলুন মালিকরা একসাথে থাকেন তাহলে যে শক্তি তৈরি হবে, আর যদি আলাদা ভাবে থাকেন তাহলে সে শক্তি কোনোদিনই হবে না।
অতএব আপনার একত্রে থাকেন এটা আমরা চাই কোন কাস্টমারের সাথে খারাপ আচরণ করবেন না, আর আমার মনে হয় আপনাদের ছুটিটা রবিবার তাই না আপনাদের এই কমিটির কেউ যাতে দ্বিমত পোষণ করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন এটাই আমার অনুরোধ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল।
এ সময় তিনি বলেন-নির্দিষ্ট মুল্যে তালিকা সীমারেখা প্রতিটি দোকানে মধ্য টানিয়ে রাখবেন যাতে করে কারো সাথে মন কষাকষি না হয় সেদিকে খেয়াল রাখবেন।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বন্দর থানা সেলুন মালিক ইউনিটি কমিটির সহ- সভাপতি ভোলা নাদ শীল সহ-সভাপতি মোঃ স্বপন মোল্লা, সাধারন সম্পাদক শোখন শীল, যুগ্ন সম্পাদক রাজিব চন্দ দাশ
সহ সম্পাদক সুমন শীল, সাংগঠনিক সম্পাদক শুভল চন্দ শীল সহ উক্ত কমিটি সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।