বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে ১৬ নভেম্বর রবিবার দুপুরে বিদায়ী ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমিটি।
এসময় মানবিক ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানানো কালে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ না,গঞ্জ জেলার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরে আলম মিয়া, বন্দর উপজেলার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওলাত হোসেন, বন্দর সদস্য বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সদর থানার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আয়াত আলী, গোগনগর ইউনিয়ন কমান্ডার পীর মুক্তিযোদ্ধা মনির হোসেন।
উল্লেখ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক পদে তার স্থলাভিষিক্ত হয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ২০২৪ সালের বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নানান প্রতিকূলতার মাঝে প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে চট্টগ্রামে পাঠানো হলো।