মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ না,গঞ্জে ফায়ার সার্ভিসের নগর ভবনে অগ্নি নির্বাপন মহড়া ২০২৫ অনুষ্ঠিত হয়।
বুধবার ১৯ নভেম্বর সকালে
অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকরণ কর্মসূচীর অংশ হিসেবে না,গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকষ দল, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং নগর স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন পর্যায়ের নাগরিক এ মহড়ায় অংশগ্রহণ করেন। প্রথমবারের মত এ মহড়া নগর ভবনে অনুষ্ঠিত হয়।
অগ্নি নির্বাপণ মহড়ায় শুরুতেই সতর্কমূলক ফায়ার এলার্ম বেজে উঠার সাথে সাথে সুউচ্চ ভবন থেকে কর্মকর্তা – কর্মচারীসহ আগত নাগরিক বৃন্দ জরুরি বহির্গমন সিঁড়ি বেয়ে নির্ধারিত সমাবেশস্থলে জমায়েত হয়। পরবর্তী জরুরি বহির্গমন পথ ব্যবহার, ফায়ার এক্সটিংগুইসার যন্ত্র পরিচালনা, বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের অগ্নি নির্বাপণের সহজ কৌশল ইত্যাদি বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।
এছাড়াও ভবনের অভ্যন্তরে হঠাৎ আগুন লেগে গেলে একের পর এক করণীয় কাজগুলো সম্পর্কে ধারণা প্রদান এবং কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে পরিত্রাণের উপায় সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন, আব্দুল্লাহ আল আরেফিন, উপ-সহকারী পরিচালক, মন্ডলপাড়া ফায়ার ষ্টেশন, নারায়ণগঞ্জ। এছাড়া মহড়া সমন্বয় করেন মো: শাহজাহান, সিনিয়র ষ্টেশন অফিসার, মন্ডলপাড়া ফায়ার ষ্টেশন, নারায়ণগঞ্জ।

মহড়ায় উপস্থিত ছিলেন, ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, মাননীয় প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তাঁর বক্তব্যে বলেন, অগ্নি ঝুঁকি থেকে সম্পদ রক্ষা করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন,পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকান্ডের প্রশংসা করেন। এছাড়াও অগ্নি নির্বাপন মহড়ায় উপস্থিত ছিলেন, মো: নূর কুতুবুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা ও মো: মঈনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।