মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃভূমিকম্পে বাড়ির সীমানা প্রাচীর ধসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ইসলামবাগ ৫নম্বর ক্যানেল এলাকায় ফাতেমা খাতুন নামের দশ মাস বয়সের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল ২১নভেম্বর শুক্রবার সকালে মা কুলসুম বেগম শিশুকে কোলে নিয়ে প্রতিবেশী জেসমিন বেগমের(৩৫) সঙ্গে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটে যাওয়ার সময় প্রতিবেশীর বাড়ির সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত মা কুলসুম বেগম(৩২) ও প্রতিবেশী জেসমিন বেগমকে(৩৫)স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাতেমা খাতুন গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের দ্বিতীয় মেয়ে। ধসে পড়া দেয়ালের নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের সময় ঘরে থাকা মানুষ বাহিরে চলে আসে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর চন্ডীতলা শ্রী শ্রী কালী মন্দিরের সীমানা প্রাচীর ধসে গেছে। তারাবো পৌরসভার বরপা এলাকার ২টি গার্মেন্টসের ভবনে ফাটল দেখা দিয়েছে। মুশুরী এলাকার নির্মাণধীন বাড়ির ছাদ ধসে রফিক মিয়া(৪৫) নামের একজন আহত হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ভূমিকম্পের ঘটনায় নিহত শিশু ফাতেমা খাতুনকে দেখতে হাসপাতালে গিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে ভূমিকম্পের পরবর্তী যেকোন ক্ষয়ক্ষতির তথ্য ও যেকোন সহায়তার জন্য নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনে সার্বক্ষণিক ০১৭০০৭১৬৬৮০ নম্বর মোবাইলফোনে যোগাযোগ করা যাবে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)