চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন শেখ মুহাম্মদ পাড়ার সুফি আবদুল হামিদ মাষ্টারের বাড়িতে খরদিা জায়গা জমি সংক্রান্ত বিরোধের ও পুর্ব শক্তুতার জের ধরে মুমিনুর রশিদ নামে এক মাওলানা’কে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৯ নভেম্বর দুপুর দুইটার সময়। আহত মুমিনুর রশিদ’কে স্থানীয় উদ্ধার করে পটিয়া হাসপাতালে চিকিৎসার সেবা প্রদান করে। পরে এঘটনায় মুমিনুর রশিদ বাদী হয়ে একই এলাকার হারুনুর রশিদ এর বিরুদ্ধে পটিয়া থানায় জিডি নং ১৩১১ দায়ে করেছে।
জিডি সুএে জানা যায় দীর্ঘদিন যাবত মুমিনুর রশিদ এর খরিদা জায়গা নিয়ে প্রতিপক্ষ হারুনুর রশিদ এর সাথে বিরোধ চলে আসছিল, এর জের ধরে খরিদা জায়গা আত্মসাত করতে এ হামলার ঘটনা ঘটায় বলে মুমিনুর রশিদ অভিযোগ। বাদী জানান, বর্তমানে প্রতিপক্ষ হারুন গং এর ভয়ে মমিনুর রশিদ পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। সে এব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান সহ উর্ধতন পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।