বিশেষ প্রতিনিধি :- চোর মানে না ধর্মের কাহিনী, হাজীপুর কবরস্থান থেকে বিদ্যুতের ৪ খুঁটি চুরি করে নিয়ে গেছে চোরের দল খোঁজ নিয়ে জানা গেছে বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড হাজীপুর কবর স্থানে চোরদের আকড়া রুপান্তর হয়েছে। খোজ নিয়ে জানা যায় ২০ নভেম্বর কবর স্থানের ৪ টি বৈদ্যুতিক খুঁটি নিয়ে গেছে চোরের দল অনেক খোঁজাখুঁজি পরো অনুসন্ধান না পাওয়ায় মানুষের মনে ঘৃণা জন্ম দিয়েছে প্রচলন বলতে একটি কথা আছে চোর মানে না ধর্মের কাহিনী, একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে ইদানিং ৪ নং ওয়ার্ড হাজিপুর চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
শুধু কবরস্থান নয় মসজিদের এসির পাইপ, মাটির নিচে জিআই পাইপ,জনগণকে পানি খাওয়ানের পাইপ,এমনকি বাথরুমের লোটা সহ কিছুই তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না রাতের আঁধারে , মানুষের বাড়িতে ঢুকে যাতা কল টিউবল নিয়ে চলে আসে এ ব্যাপারে হাজীুপুর সমাজের প্রধান দের কাছে জানতে চাইলে তারা জানান আমরা অনেক চেষ্টা করেছি প্রতিটি মহালয় প্রতিটি এলাকায় কমিটি গঠন করা হয়েছে চোর ধরার জন্য তাতেও কোন লাভ হয়নি হয় প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে এ থেকে পরিত্রান পাব আশা করি।