হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃজাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খানের নেতৃত্বে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ডা. মাহফুজুর রহমানকে। সদস্য সচিব হয়েছেন ব্যারিস্টার ফারাহ খান। গত শনিবার ,২২ নভেম্বর ২০২৫,জাতীয় প্রেসক্লাবে জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের এক সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। জাসদের সকল অংশকে একত্রিত করার উদ্দেশ্যে সক্রিয় ও প্রাক্তন নেতা-কর্মীদের সমন্বয়ে এ আয়োজন করা হয়। খবর আইবিএননিঊজ।সভায় ডা. মাহফুজুর রহমান বলেন বর্তমান পরিস্থিতিতে জাসদের সকল গ্রুপকে এক মঞ্চে আসার উদ্যোগ গ্রহন করেছি। জাসদের সকল অংশের উল্লেখযোগ্য নেতা কর্মীরা আমাদের ঐক্য মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষনা করেছেন। নবগঠিত জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের সদস্য সচিব ব্যারিস্টার ফারাহ খান বলেন- মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা বৃথা যেতে দিতে পারিনা। এর জন্য দরকার আদর্শিক রাজনৈতির শক্তি। সে লক্ষ্যে জাসদকে ঐক্যবদ্ধ করার কোন বিকল্প নেই। তিনি জাসদের সকল অংশের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে জাসদকে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে তাদের হারানো ঐতিহ্য গৌরব ও সম্মান ফিরিয়ে এসে দেশ ও জনগনের স্বার্থে কাজ করার জন্য অনুরোধ করেন। আরো বক্তৃতা রাখেন- এম এ আওয়াল, ফজলুল রহমান মুরাদ, মনিরুজ্জামান, ওয়াজেদ আলি সরকার, খালিদ হোসেন, ডিএম আলম, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ডা. শাহ আলম, খাদেমুল ইসলাম খুদি, হাসান আলি বাবু, ইসমাইল হোসেন, আব্দুল মজিদ অন্তর, প্রমুখ।
৪৭ সদস্য বিশিষ্ট নবগঠিত জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের পূর্ণ কমিটির নাম হলো-
আহবায়ক:
ডা. মাহফুজুর রহমান
সদস্য সচিব:
ব্যারিস্টার ফারাহ খান
সদস্য:
১. এম এ আওয়াল, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, জেএসডি (জাসদ রব)
২. আব্দুস সালাম, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, জেএসডি (জাসদ রব)
৩. আমিরুল ইসলাম রাঙা, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
৪. আবদুল মালেক সরকার, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, (জাসদ ইনু)
৫. ওয়াজেদ আলি সরকার, প্রাক্তন কেন্দ্রীয় কমিটি নেতা জেএসডি (জাসদ রব)
৬. আহমেদ ফজলুল রহমান মুরাদ, মেম্বার কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
৭. মশিউর রহমান খান, প্রাক্তন জাসদ নেতা (চট্টগ্রাম)
৮. খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, (জাসদ ইনু)
৯. মকলেসুর রহমান লবু, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
১০. গোলাম মোস্তফা ঠান্ডু, বগুড়া জেলা সাধারন সম্পাদক বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
১১. সাব্বির আহমেদ, রংপুর জেলা সাধারন সম্পাদক, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
১২. আবুল কালাম আজাদ বাদল চেয়ারম্যান, বরিশাল নেতা, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
১৩. জগদিশ প্রামাণিক, টাঙ্গাইল জেলা সভাপতি বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
১৪. তুহিন চৌধুরী, বগুড়া জেলা সভাপতি বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
১৫. এস এম বাবুল, ময়মনসিংহ জেলা সাধারন সম্পাদক, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
১৬. আকরাম হোসেন, শেরপুর জেলা সাধারন সম্পাদক, বাংলাদেশ জাসদ, (জাসদ আম্বিয়া)
১৭. ডি এম আলম, মেম্বার কেন্দ্রীয় কমিটি এবং নাটোর জেলা সাধারন সম্পাদক (জাসদ ইনু)
১৮. খাদেমুল ইসলাম খুদি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি (জাসদ ইনু)
১৯. হাসান আলি বাবু, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক, (জাসদ ইনু)
২০. সফি উদ্দিন চেয়ারম্যান, রাজশাহী জেলা সেক্রেটারী, (জাসদ ইনু)
২১. শফিউর রহমান, রংপুর নেতা (জাসদ ইনু)
২২. আবুল হোসেন, শেরপুর নেতা (জাসদ ইনু)
২৩. মোহাম্মদ সিরাজ শিকদার, সদস্য, কেন্দ্রীয় কমিটি জেএসডি (জাসদ রব)
২৪. ইয়াকুব আলি, সভাপতি চট্টগ্রাম জেলা, জেএসডি (জাসদ রব)
২৫. এড. জয়দেব বিশ্বাস, নেতা কুষ্টিয়া জেলা, জেএসডি (জাসদ রব)
২৬. আমির হোসেন বিএসসি, প্রাক্তন সভাপতি নোয়াখালী জেলা, জেএসডি (জাসদ রব)
২৭. জাহাঙ্গীর আলম, নেতা নোয়াখালী জেলা, জেএসডি (জাসদ রব)
২৮. এনায়েত উল্লাহ, নেতা নোয়াখালী জেলা, জেএসডি (জাসদ রব)
২৯. এড. তাজউদ্দিন সবুজ, সাধারন সম্পাদক জামালপুর জেলা, জেএসডি (জাসদ রব)
৩০. রেজাউল ইসলাম, নেতা খুলনা জেলা, জেএসডি (জাসদ রব)
৩১. মনসুর আহমেদ, নেতা খুলনা জেলা, জেএসডি (জাসদ রব)
৩২. সাদেকুর রহমান, সভাপতি রংপুর মহানগর, জেএসডি (জাসদ রব)
৩৩. ইসমাইল হোসেন, ঢাকা জেলা নেতা, জেএসডি (জাসদ রব)
৩৪. খোরশেদ আলম, নেতা ঢাকা জেলা, জেএসডি (জাসদ রব)
৩৫. মোহাম্মদ রিয়াদ আরেফিন সুজন, সাধারন সম্পাদক মাগুরা জেলা, জেএসডি (জাসদ রব)
৩৬.ফখরুল আলম খান বাবুল (সিরাজুল আলম খান দাদার ভাই)
৩৭. ফেরদৌস আলম খান পেয়ারু (সিরাজুল আলম খান দাদার ভাই)
৩৮. প্রফেসর মো: আখতারুজ্জামান, প্রাক্তন জাসদ নেতা (সিরাজগঞ্জ)
৩৯. মোহাম্মদ মনিরুজ্জামান, প্রাক্তন জাসদ নেতা (ঝিনাইদহ)
৪০. মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রাক্তন জাসদ নেতা (গোপালগঞ্জ)
৪১. সাব্বির পল্লব, প্রাক্তন জাসদ নেতা (বগুড়া)
৪২. জাহাঙ্গীর আলম, প্রাক্তন জেএসডি নেতা (জাসদ রব)
৪৩. আব্দুল মজিদ অন্তর, সমর্থক
৪৪. নিলাভ পারভেজ, সমর্থক
৪৫. সাইফুল বিন হানিফ, সমর্থক