রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন তার সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। বন্দর থানার ২০নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় নারী-পুরুষ, দোকানপাটের ক্রেতা-বিক্রেতা, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের হাতে লিফলেট বিতরণ করে তিনি মাকসুদ হোসেনের জন্য দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করেন। এসময় স্থানীয় শুভাকাঙ্ক্ষীসহ দলীয় কর্মী–সমর্থকরাও প্রচারণায় অংশ নেন। গণসংযোগকালে নার্গিস মাকসুদ বলেন, “মাকসুদ চেয়ারম্যানের প্রতি বন্দরবাসীর ভালোবাসা ও আস্থা নতুন নয়।
তিনি জনগণের স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। বিদ্যালয়, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান সবার সামনে। তিনি কখনো কাউকে খালি হাতে ফেরান না।” তিনি আরও বলেন, “বন্দর অঞ্চলের দীর্ঘদিনের ‘গ্যাস সংকট’ নিরসন আমাদের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। নির্বাচিত হলে বন্দরবাসীকে স্থায়ীভাবে গ্যাস সমস্যার সমাধান উপহার দেওয়া হবে।জীবন মানের উন্নতির গতিকে শুধু সদর-কেন্দ্রিক না রেখে পুরো ৫ আসন জুড়ে পৌঁছে দিতে মাকসুদ হোসেন এমপি প্রার্থী হয়েছেন।” নার্গিস মাকসুদ আশা প্রকাশ করে বলেন, “জনকল্যাণে যারা সত্যিকারের কাজ করেন জনগণ তারাই নির্বাচিত হন। উন্নয়নের স্বার্থে বন্দরবাসী এবারও মাকসুদ হোসেনকে বিজয়ী করে কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সমর্থন দেবেন।”