মহিদুল ইসলাম( শাহীন) খুলনা থেকে, খুলনার তেরখাদা থানার চাঞ্চল্যকর সাকিরন হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব-৬- খুলনার কমান্ডিং অফিসার এর সঠিক দিকনির্দেশনায় এই বাহিনীর একটি চৌকস টিম খুলনায় আজ সুনামের সহিত মাথা উচু করে দাড়িয়েছে। তাদের বিশেষ অভিযানে প্রতিদিন বিভিন্ন মামলার আসামি,বড়ো বড়ো অস্ত্র ও মাদকের চালান আটকসহ অনেক সুনাম রয়েছে । এরই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টার সময় র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন মাথাভাঙা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা জেলার তেরখাদা থানার চাঞ্চল্যকর মোছাঃ সাকিরন (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামি আনিচ সরদারকে আটক করেন। আটককৃত আনিচ নড়াইল জেলার কালিয়া হরিশপুর গ্রামের মৃত্যু রহিম সরদারের ছেলে। এজাহার বিশ্লেষণে জানা যায়, ধৃত আসামি আনিচ সরদার ও নিহত ভিকটিম মোছাঃ সাকিরন বেগম ২০১৮ সালে প্রেমের সম্পর্ক গড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ভিকটিম সাকিরন বিবাহের পর হতে বিভিন্ন সময় আসামির কাছে টাকা পয়সা গচ্ছিত রাখে। ধৃত আসামি আনিচ সরদার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভিকটিম সাকিরন বেগম স্ত্রীর মর্যাদা দাবি ও গচ্ছিত টাকা ফেরত চাইলে ধৃত আসামি আনিস সরদার ও তার পরিরের লোকজন মিলে গত ২২ মার্চে সাকিরন বেগমকে হত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিমের ছোট বোন পান্না শেখ বাদী হয়ে তেরখাদা থানায় ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।