1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ - শিক্ষা তথ্য
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া থানা পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার-২ রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ ইউনূস সরকার নিরানব্বই ভাগ ব্যর্থ : মোমিন মেহেদী নান্দাইল উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা বিএনপি সদস্য পদ থেকে”বহিস্কারাদেশ প্রত্যাহার করায় শুকুরিয়া আদায় লক্ষ্যে ,সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যাগে দোয়া নোয়াপাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও নোয়াপাড়া কিন্ডার গার্টেন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত লিটল- জুয়েল চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ভর্তি কার্যক্রম শুরু র‌্যাব-৬ কত্তৃক তেরখাদা থেকে সাকিরন হত্যা মামলার প্রধান আসামি আটক বন্দরে গ্যাসের সংকট সমাধান প্রধান অঙ্গীকার— নার্গিস মাকসুদ রূপগঞ্জে ভূমিকম্পের জন্য এ ওয়ান পোলার গার্মেন্টস তিন দিনের ছুটি ঘোষণা, রবিনটেক্স ভবন ফাটলে আতঙ্ক কাটেনি

রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার অবৈধ গরুর হাট পরিচালনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। গতকাল ২৪নভেম্বর সোমবার দুপুরে গরুর হাট নিয়ন্ত্রনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিমুলিয়া গরুর হাটের পার্শ্ববর্তী জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগে গত একবছর আগে রূপগঞ্জ উপজেলা প্রশাসন অর্ধ শতবছরের পুরোনো এ গরুর হাটটি বন্ধ করে দেয়। এর পর থেকে স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন কৌশলে হাটটি বসানোর চেষ্টা করে আসছে। গত এক মাস ধরে স্থানীয় বিএনপি নেতা জসিম মিয়া গরুর হাটটি বসিয়ে পরিচালনা করে আসেছে।

গতকাল সোমবার দুপুরে ১৭/১৮ সদস্যের একদল যুবক ধারালো ছুরি, রামদা, পিস্তল, লোহার পাইপ, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হাটটি পরিচালনার দায়িত্ব নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুই গ্রুপ বাকবিতন্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জসিম মিয়ার ছোট ভাই ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সম্পাদক মহাসিন মিয়া(৪০), বিএনপি নেতা সবুজ মিয়া(৩৮) ও রিপন মিয়া(৪২) আহত হয়। এসময় সন্ত্রাসীরা জসিম মিয়ার ছোট ভাই মহাসিন মিয়ার ব্যাবসায়িক কাজের নগদ ৬০হাজার টাকা ছিনিয়ে নেয়।

একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে জসিম মিয়া বাদী হয়ে ১১জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি