শামছুল হুদা, নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি: আজ ২৫ শে নভেম্বর রোজ মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিশ নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে নান্দাইল চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক ঐতিহাসিক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি শামসুল ইসলাম রহমানি, উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক সাহেব। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এবং বিভিন্ন উপজেলার ৬ জন নেতৃবৃন্দ। উক্ত গণ সমাবেশে প্রধান অথিতি মামুনুল হক বক্তব্য রাখেন মাগরিব নামাজের পর। উনার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ গণ সমাবেশে উপস্থিত হয়। বক্তব্যের মাঝে উনার বলা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমাবেশ।
বক্তব্যে মামুনুল হক বলেন নির্বাচনের দিনে গনভোটে যারা “না” কে সমর্থন করবে তারা সবাই স্বৈরাচারের দোসর। উনি আরও বলেন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বিষয়ে একমত যে এই দেশে আর কখনো স্বৈরাচারের উদ্ভব হতে দেওয়া যাবে না কিন্তু বড় দল চায় গনভোট না দিয়ে তারা একাই যেন দেশের সম্পদ চুরি বাটপারি করে খেতে পারে। তিনি বলেন আগামী নির্বাচনে যারাই গণভোটে না এর দাওয়াত নিয়ে আসবে আপনারা বুঝে নিবেন তারাই স্বৈরাচারের দোসর। আগামী নির্বাচনে আপনারা রিকসা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি দ্বায়িত্ব নিয়ে বললাম জনগণের হক্ব জনগণ বুঝে পাবে। এসময় তিনি শামসুল ইসলাম রহমানির হাতে রিকসা তুলে দিয়ে উনাকে নান্দাইলের প্রার্থী ঘোষণা করেন। পরে তিনি ইসলামের পক্ষ্যে ভোট চেয়ে মোনাজাতের মধ্য দিয়ে তার বক্তব্য সমাপ্ত করেন।