মোঃ শিমুল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: মাদক নির্মূলে কঠোর অবস্থানে দিন-রাত অভিযান, জনগণের সহায়তা কামনা প্রশাসনের। রায়পুর উপজেলায় মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের হুংকার, কেউ ছাড় পাবে না। এরই ধারাবাহিকতায় আজ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয় বিস্তৃত মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট। অভিযানকালে প্রশাসন স্থানীয়দের মাদক প্রতিরোধে সচেতন করে জানায়, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যেন রাতের বেলায় অযথা বাইরে অবস্থান না করে, সে বিষয়ে অভিভাবকদের সর্তক দৃষ্টি রাখতে হবে।
মাদকসহ গ্রেপ্তার—কারাদণ্ড ও অর্থদণ্ড, মোবাইল কোর্টের অভিযানে আটক করা হয়, মোঃ সোহেল (২৮) পিতা: মন্তাজ মিয়া, ঠিকানা: ৫নং ওয়ার্ড, চরপাতা ইউনিয়ন, ইয়াবা সেবনের সরঞ্জাম নিজ ঘরে সংরক্ষণ, নিজ বাড়িকে মাদক সেবনের স্থানে পরিণত করা। উপরোক্ত অপরাধের প্রমাণ পাওয়ায় তাকে ০৬ (ছয়) মাসের কারাদণ্ড এবং ৫,০০০/ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জনগণকে উদ্দেশ্য করে জানায়, রায়পুরকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা ও সুনির্দিষ্ট তথ্যই আমাদের শক্তি। স্থানীয়দের মতে, আজকের এ কঠোর অভিযানে এলাকায় নতুনভাবে সচেতনতা তৈরি হয়েছে এবং মাদকচক্রের বিরুদ্ধে জনগণের মনোবল আরও দৃঢ় হয়েছে।