মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-সুস্থ দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করেন। আয়োজনে আলহাজ্ব মনোয়ার হোসেন খান সদস্য সচিব, মাগুরা জেলা বিএনপি ও মাগুরা- ১ আসনের মনোনীত প্রার্থী নেতৃত্বে এই আয়োজন করা হয়। বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা দীর্ঘায়ু কামনায় সোমবার সন্ধ্যায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চর চাকদাহ নুরানী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাবডিং ১নং গয়েশপুর ইউনিয়নে বিএনপির আয়োজনে ছেলে মেয়ে উভয়ে ১০ জন কুরআন তেলওয়াত ও খতম দিয়েছেন, তেলওয়াত শেষে দোয়ার মাহফিল ও এতিমদের খাবার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ং গয়েশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কৃষকদের আহ্বায়ক মোঃ ইসরাসফিল বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান দুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি মাসুদ হাসান খান কিজিল,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, অন্যান্যদের মধ্যে উপস্থিত, ১নং নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মোতাহার মোল্লা ও মাহামুূুল হাসান টিটু প্রমুখ। দোয়া মাহফিলে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি সুস্থতা কামনা চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।