শামছুল হুদা, নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি: নান্দাইলে আজ বৃহস্পতিবার ৪ঠা ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গণ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ১৫৩ ময়মনসিংহ ৯ নান্দাইল আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো: এনামুল কাদির এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন। এসময় নান্দাইল উপজেলা এবং পৌর বিএনপিরসহ সকল সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিল ছিলো। সকলের উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গণ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। উক্ত মিলাদ মাহফিলটি আয়োজনের মূল ভূমিকায় ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবু পল্লব চন্দ্র রায়।