1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটুয়াখালী-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার - শিক্ষা তথ্য
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক সোনালীকে হুমকির অভিযোগ শার্শায় ট্রেনে কাটা পড়ে বাবু নামে এক যুবকের মৃত্যু রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পটুয়াখালী-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার নান্দাইলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গণ দোয়া ও মিলাদ মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাটে মধ্যরাতে যুবকের লাশ উদ্ধার, পরিবারের হত্যা দাবি খালেদা জিয়া ও সানি’র রোগমুক্তি কামনায় না’গঞ্জ মহানগর জাসাস নেতা মাইকেল’র দোয়া মাহফিল

পটুয়াখালী-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ Time View

বাউফল, পটুয়াখালী: দীর্ঘ প্রতীক্ষা, আলোচনার ঝড় এবং হাজারো জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি’র পক্ষ থেকে মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাউফল থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। অনেক দিন ধরে তৃণমূল ও রাজনৈতিক মহলে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত দল তার ওপরই আস্থা রাখে। মনোনয়ন পাওয়ার পর বাউফলে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদারের সহধর্মিনী।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, “দল আমাদের মনোনয়ন দিয়েছে ঠিকই, কিন্তু আজ আমরা কোনো আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ করবো না। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার এই অবস্থায় কারো আনন্দউল্লাস ভালোভাবে গ্রহণযোগ্য নয়। সবাইকে অনুরোধ করছি—শান্তভাবে, দায়িত্বশীল আচরণ করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন।” তার দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থিত নেতাকর্মীদের মাঝে প্রশংসা কুড়ায়। সকলেই শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “যারা এই আসনে মনোনয়নের প্রত্যাশা করেছিলেন—একে.এম. ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার, সহদপ্তর সম্পাদক মনির হোসেনসহ সকল নেতার প্রতি সম্মান জানাই। মনোনয়ন হয়তো আমরা পেয়েছি, কিন্তু আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। বাউফলের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের বিজয়ের জন্য সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। “এটা কোনো ব্যক্তিগত অর্জন নয়—এটা বাউফলের মানুষের দায়িত্ব আমাদের হাতে তুলে দেওয়া। আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়।” মনোনয়ন ঘোষণার পর বাউফলের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

তবে সহধর্মিনীর নির্দেশনার পর আনন্দমিছিল বা উৎসব না করে সবাই স্বাভাবিক পরিবেশ বজায় রাখে। তৃণমূল নেতারা বলছেন, দীর্ঘদিন পর বাউফলে বিএনপির রাজনীতি নতুন করে সংগঠিত হতে যাচ্ছে। সাবেক এমপি শহীদুল আলম তালুকদারের অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা মাঠের রাজনীতিতে নতুন গতি ফিরিয়ে আনবে বলে তারা আশা করছেন।  বাউফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটুয়াখালী-২ আসনটি বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোনয়নকে ঘিরে যে উত্তাপ তৈরি হয়েছিল, তার অবসান ঘটায় মাঠের রাজনীতি আরও সক্রিয় হবে বলে মনে করছেন তারা। “মনোনয়ন পেয়ে শহীদুল আলম তালুকদারের প্রত্যাবর্তন বাউফলের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে। দলীয় ঐক্য বজায় থাকলে এ আসনে বিএনপি শক্ত অবস্থানে থাকতে পারে।” বাউফলের রাজনৈতিক মাঠ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী—এগিয়ে যাচ্ছে আগামী দিনের লড়াইয়ের প্রস্তুতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি