বিশেষ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের প্রধান সড়কে শতাধিক নারী অংশ নিয়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন। প্রতিবাদী নারীরা অভিযোগ করে বলেন, “মুন্সিগঞ্জ-৩ আসনে ঘোষিত বর্তমান মনোনয়ন স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নয়।
এ মনোনয়ন পুনর্বিবেচনা না হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হবে।” সমাবেশে বক্তারা আরও দাবি করেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন-মৃত্যুর এই সংকটময় সময়ে সংগঠনের ঐক্য ও স্থানীয় নেতাকর্মীদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে।” ব্যানার হাতে থাকা অংশগ্রহণ কারীরা শান্তিপূর্ণভাবে সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ শেষ করেন। স্থানীয় সচেতন নারী সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন এলাকার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।