মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে মিলন মেলা ২০২৫ ও নবাগত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলার কুলিয়াদি, দাউদপুর এলাকায় অবস্থিত গ্রামের বাড়ি পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, তরুণ স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মিলন মেলার মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের নবাগত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বেগবান হবে। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আলোচনা, মতবিনিময় ও সংবর্ধনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।