বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার,
বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান তসলিম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন, বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের পুত্র রাইয়ান আকাশ তালুকদার, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো. শাহিন রেজা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।