১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বন্দরস্থ সমরক্ষেত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ এর স্বনামধন্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘ। মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) ভোরে সংগঠনের নেতৃবৃন্দ বন্দরস্থ সমরক্ষেত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পুষ্প অর্পণ শেষে সংগঠনের সভাপতি মোঃ মাহতাব হোসেন গণমাধ্যমকে জানান, “দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লক্ষ শহীদের তাজারক্ত আর দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা।
বিশ্ব মানচিত্রে স্থান পায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বৈরাচার পাকিস্তান শাসকগোষ্ঠীর পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের পরাজয়ের মাধ্যমে অর্জিত স্বাধীনতা যা স্বাধীন বাংলাদেশের ইতিহাস কে গৌরবান্বিত করে। রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে স্তরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা অত্যাবশ্যকীয়। কেননা মহান মুক্তিযুদ্ধ আমাদের নতুন প্রজন্মকে নতুন উদ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে উদ্দিপ্ত করবে। স্বাধীনতার ৫৪ বছর পর ও যারা স্বাধীন বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করতে চায় না এবং যারা এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে অচিরেই আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।” পুস্পাঅর্পন কালে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ নাজির ইসলাম সিকদার, দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনউদ্দীন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মোমেন ইসলাম সহ হিলফুল ফুযুল শান্তি সংঘের সাংগঠনিক সম্পাদক আব্দল্লা আল মামুন, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মিজি, দপ্তর সম্পাদক মোঃ বাদশা খান, হিলফুল ফুযুল ব্লাড ডোনেশন ক্লাব এর সভাপতি মোঃ রাজীব খান সহ সংগঠনের নেতৃবৃন্দ।