মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১৮ নং ওয়ার্ডে বিভিন্ন সংগঠনের ৭১ বিজয়স্তম্বে পুষ্প অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে স্বাধীনতা চত্বরে ৭১ বিজয়স্তম্ভ পুষ্প অর্পণ করা হয়। বিশেষ করে ১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী সেজানের উদ্যোগে ১৮ নং ওয়ার্ডের ৭১ বিজয়স্তম্বে পুষ্প অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ১৮ নং ওয়ার্ডের কাজী সেজান তরুণ সমাজ বন্ধু মহলের উদ্যোগে ৭১ বিজয় স্তম্বে পুষ্প অর্পণ করেন কাজী সিজন,শান্ত মনি, রিফাত,সেলিম,রনি সাহা, সাগর কর্মকার,ও মুসা সহ প্রমুখ ।
১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৭১ বিজয়স্তম্বে পুষ্প অর্পণ করেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নাছির দেওয়ান,সহ সভাপতি ডাঃ জাকির হোসেন,সহ- সভাপতি কাজী সেজান,জিয়া পরিষদ না,গঞ্জ সদর থানার সাংগঠনিক সম্পাদক মিনার হোসেন, ১৮ নং ওয়ার্ড জিয়া পরিষদ সভাপতি শফিউল আলম হৃদয়,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডাঃ রনি,সহ সাংগঠনিক সম্পাদক মোমিন হালিম,মামুনসহ আরো অনেকে।
১৮নং ওয়ার্ড যুবদলের নেতা আলফু প্রধান, আব্দুল সামাদ,নজরুল ইসলাম নজু,রায়হান,শরীফ, সালাউদ্দিন,বাদল,কবির, জিয়া,সেলিম নেতৃবৃন্দ সহ প্রমুখ। ১৮ নং ওয়ার্ড উত্তর নলুয়া ইসলামী মাদ্রাসার উদ্যোগে ৭১ বিজয়স্তম্বে পুষ্প অর্পণ করেন, উত্তর নলুয়া ইসলামী মাদ্রাসারং প্রধান শিক্ষক মাওলানা রহমাতুল্লাহ ও ছাত্রবৃন্দ ।১৮ নং ওয়ার্ড ১০নং শীতলক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ৭১ বিজয়স্তম্বে পুষ্প অর্পণ করেন, ১৮ নং ওয়ার্ড শীতলক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষিকা মায়া দেবী বল, অদ্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ ।
১৮ নং ওয়ার্ড মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম,ও শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরের পক্ষ থেকে মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কেন্দ্র এবং শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দির উদ্যোগ ৭১ বিজয়স্তম্বে পুষ্প অর্পণ করেন, গণেশ দা,সুমন সহ নেতৃবৃন্দ প্রমুখ। বধির সংগঠনের উদ্যোগে ৭১ বিজয়স্তম্বে পুষ্প অর্পণ করেন, সঞ্জয় চন্দ্র দে,আহেদ আলী ও আক্তার। ১৮ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের উদ্যোগে ৭১ বিজয়স্তম্বে পুষ্প অর্পণ করেন,মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতনসহ নেতৃবৃন্দ প্রমুখ। উল্লেখ্য থাকে যে বিজয় দিবস উপলক্ষে ৭১ বিজয় স্মৃতিস্তম্ভ ১৮ নং ওয়ার্ড তরুণ সমাজ সেবক কাজী সেজান ও এলাকাবাসীর উদ্যোগ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। যা পূর্বে অবহেলিত নোংরা পরিবেশ ছিল।