বাউফল, পটুয়াখালী: হাফসা (৪) নামের এক শিশু ট্রলির চাকায় পৃষ্ট হয়ে মারা গেছেন। তার বাবার নাম আমিন খান, মায়ের নাম জেবিনা আক্তার। বাউফলের ধুলিয়া ইউনিয়নের মঠ বাড়িয়া গ্রামে তার বাড়ি। হাফসা কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামের স্লোব হাসপাতলের সামনে তার নানা জলিল হাওলাদারের বাড়ি থাকত। ঘটনার দিন রবিবার(২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২ টার দিকে হাফসা বাসার সামনে রাস্তায় বেড় হলে একটি ইটবাহি ট্রলির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ট্রলিসহ চালক পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজন ওইসময় মীম ব্রিক ফিল্টের একটি ট্রলির চালক রফিক ও রিফাদ নামের দুইজনকে আটক করে পরে পুলিশের হাতে সোপর্দ করে। জানাগেছে, যে ট্রলির চাকায় পৃষ্ট হয়ে হাফসা মারা যায় সেই ট্রলিটিও মীম ব্রিকসে মালামাল পরিবহন করতো। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।