লক্ষ্মীপুর প্রতিনিধি: মেইনরোড রাখালিয়া সংলগ্ন সাবেক উপজেলা চেয়ারম্যান দুলাল চৌধুরীর বাড়ির পাশের মিজি বাড়ি এলাকায় সরকারি খাল ভরাট করে অবৈধভাবে কালভার্ট নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় বাসিন্দা রাসেল মিজি। কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই খালটির স্বাভাবিক জলপ্রবাহ বন্ধ করে এই নির্মাণকাজ চালানো হচ্ছে বলে দাবি করেছেন এলাকাবাসী। স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে এই খালটি ছিল এলাকার প্রধান পানি নিষ্কাশনের পথ। খাল ভরাটের ফলে পানি চলাচল বন্ধ হয়ে আশপাশের বিস্তীর্ণ এলাকায় চরম জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষিজমি তলিয়ে যাওয়া, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং রাস্তাঘাট ভেঙে পড়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি সম্পত্তি দখল করে ব্যক্তিস্বার্থে নির্মাণকাজ চালানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে করে দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেন স্থানীয়রা। স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি খাল ভরাট করা শুধু আইনবিরোধী নয়, এটি পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, খালটি দখলমুক্ত করা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী, অন্যথায় বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দিয়েছেন তারা।