মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলছে ব্যাপক প্রস্তুতি।রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার জিয়া পরিষদ কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া সভাপতিত্বে ও রূপগঞ্জ থানা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মিঠু সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা জিয়া পরিষদের সভাপতি কাজী কামরুল ইসলাম কামাল। প্রধান অতিথি কাজী কামাল বলেন,দেশনায়ক তারেক রহমানের আগমনে রূপগঞ্জে জিয়া পরিষদ ও বিএনপি এর অঙ্গ-সংগঠনগুলো উজ্জীবিত।
আমরা রূপগঞ্জ থেকে নেতাকর্মী নিয়ে পূর্বাচল উপশহরে সংবর্ধনা স্থলে যোগ দেব। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে এই উৎসব সফল করার নির্দেশ দেন। যেহেতু তারেক রহমানের প্রধান সংবর্ধনা অনুষ্ঠান রাজধানীর পূর্বাচল উপশহরে এলাকায় (অস্ট্রেলিয়ান স্কুলের পাশে) হওয়ার কথা রয়েছে, তাই ভৌগোলিক কারণেই রূপগঞ্জ বিএনপির ওপর বাড়তি দায়িত্ব পড়েছে। রূপগঞ্জ হয়েই উত্তর ও পূর্ববঙ্গের অনেক নেতাকর্মী এই সংবর্ধনায় যোগ দেবেন। তাই তাঁদের অভ্যর্থনা ও শৃঙ্খলা রক্ষার জন্য রূপগঞ্জ জিয়া পরিষদের ভলান্টিয়ার টিম গঠন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দি দেওয়ান,রূপগঞ্জ থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান,সিনিয়র সহ-সভাপতি আবু তাহের মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মাস্টার,প্রচার সম্পাদক পনির হোসেন,মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার মীর,সাংগঠনিক সম্পাদক ফারুকসহ জিয়া পরিষদে সকল ইউনিটে নেতৃবৃন্দ। ২৫ ডিসেম্বর সকাল থেকেই রূপগঞ্জের প্রতিটি মোড় থেকে বাস ও ট্রাক যোগে নেতাকর্মীরা পূর্বাচল উপশহরে উদ্দেশে রওনা হবেন। শৃঙ্খলার স্বার্থে প্রতিটি ইউনিটের জন্য আলাদা রঙের টি-শার্ট ও ক্যাপের ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং জনসাধারণের যাতায়াতে যেন ব্যাঘাত না ঘটে, সেদিকে কঠোর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।