সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্ষনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সাবেক সভাপতি হাসান মামুন এর পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের কার্যালয় থেকে উপজেলা নির্বাচন অফিসার মো. হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুক উজ্জামানের উপস্থিতিতে সোমবার দুপুর ১২টার পরে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন গলাচিপা-দশমিনা উপজেলা বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খানসহ গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা আজকে জননন্দিত নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
আমরা দৃঢ়প্রতিজ্ঞ, আগামী নির্বাচনে হাসান মামুন ভাইকে নির্বাচিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দীর্ঘদিন পরে হলেও এই আসন আমরা তাকে উপহার দিবো। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, দলীয় প্রার্থীর বাইরে আমরা পটুয়াখালী-৩ আসনে গলাচিপা- দশমিনার জনগণ ও বিএনপির নেতাকর্মীরা কাউকেই প্রার্থী হিসেবে মেনে নিবে না। যার কারণে আমরা প্রস্তুতি নিতেছি এই হাসান মামুন ভাইকে জয়ের জন্য আমরা সকল নেতা কর্মী ত্যাগ স্বীকার করবো ইনশাল্লাহ। কাজেই আমরা ঐক্যবদ্ধভাবে, কোন বিভেদ সৃষ্টি না করে, ভুল বোঝাবুঝি না করে আমরা এই আসনে হাসান মামুন ভাইকে বিজয় করে ঘরে ফিরবো ইনশাল্লাহ।