মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযান পরিচালিত করে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে মুরগির দোকান, সবজি, তেল, চাউল, অন্যান্য ভোগ্যপণ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় নাকোল বাজারের মেসার্স জীবনানন্দ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নানা ধরনের অনিয়ম পাওয়া যায়। দোকানটি থেকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য, চকলেট ও অন্যান্য পণ্য জব্দ করা হয় যা সংরক্ষণ করে বিক্রয় করা হচ্ছিল গ্রামের বিভিন্ন দোকানে, এছাড়া গত নয় মাস যাবত প্রতিষ্ঠানটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন করা হয় না, অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য পণ্য খোলা রেখে বিক্রয় করা হচ্ছে যা মানব স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ,
ব্যবসার লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়েছে ৬ মাস আগে। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব প্রমিত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৫১ ধারায় ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। পরবর্তীতে সবজি, মুরগিসহ অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাবার সংরক্ষণ ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মোঃ রবিউল ইসলাম ও মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।