সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক শাহ আলম মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বুধবার বেলা ১১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের কার্যালয় থেকে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুক উজ্জামানের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন, দশমিনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুতফর রহমান, গলাচিপা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বেল্লাল বিন সুলতান, গলাচিপা উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ইয়াহিয়া খান, গলাচিপা উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল হোসেন, পটুয়াখালী জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, পটুয়াখালী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাঈদুর রহমান খান , গলাচিপা পৌর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, গলাচিপা উপজেলা ওলামা পরিষদ সভাপতি হাফেজ ফজলুর রহমান, গলাচিপা উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি হাফেজ ফেরদৌস, গলাচিপা উপজেলা ছাত্র শিবির সভাপতি কাজী খায়রুল হাসানসহ গলাচিপা ও দশমিনা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।