মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: নাঃগঞ্জের ফতুল্লায় অভিনব কায়দায় স্কুল ব্যাগে করে পাচারের সময় ৮ কেজি গাঁজাসহ সোহাগ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লা লঞ্চঘাট পল্টুন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ কুমিল্লার মুরাদনগর এলাকার মোঃ বাবুলের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার নন্দলালপুর নাক কাটাবাড়ি মোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় মডেল থানা পুলিশ। এসময় সন্দেহভাজন সোহাগের হেফাজতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়েছে।