স্টাফ রিপোর্টার :- বন্দরে তা’লিমুল মিল্লাত মাদ্রাসায় বার্ষিক পুরুস্কার বিতরন অত্যন্ত আনন্দ গন পরিবেসে আজ ২৮ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় বন্দর হাজীপুর তা’লিমুল মিল্লাত মাদ্রাসায়ও এতিম খানা হলরুমে এ পুরুস্কার বিতরন অনুষ্টিত হয়।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্ত মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সভাপতি আঃ সাত্তার আনসারী,অত্ত মাদ্রাসায় পরিচালনায় কমিটির সাধারন সম্পাদক সামসুল হুদার সভাপতিত্ব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা দক্ষিন জামায়েতে ইসলামী সাধারন সম্পাদক ও অত্ত মাদ্রাসায় কোষাধোক্ষ আরিফুল ইসলাম (আরিফ) বন্দর দক্ষিন কলাবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হয়রত মাওলানা হাবিবুর রহমান সিদ্ধিকী
তা’লিমুল মিল্লাত মাদ্রাসায় সিনিয়র সহ কারী শিক্ষক আমির হোসাইন এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন অত্ত মাদ্রাসায় সকল অভিবাবক গন সহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দগন ঐ উপস্থিত ছিলেন। পরে ওসমান হাদীর স্বরণে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সর্বশেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।