আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশার লাইন মাস্টার ও পরিবহন নেতাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার সময় পৌরসভার মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসক এবং আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে এই সভায় প্রথমেই সভার সভাপতি মো. জুবায়ের হোসেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শোক প্রকাশ করে সভার কার্যক্রম শুরু করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। সভায় মধুপুর বাসস্ট্যান্ডের ওপর দিয়ে প্রবাহিত বিভিন্ন রোডের যানবাহনের বিশৃঙ্খল ভাবে চলাচল এবং যত্রতত্র পার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশাসন ও স্থানীয় নাগরিক প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, স্ট্যান্ডের মোড়ে বাস ও সিএনজি থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি করছে। মতবিনিময় সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তসমূহ:যত্রতত্র পার্কিং নিষিদ্ধ: বাসস্ট্যান্ডের মূল পয়েন্টে কোনো বাস, ট্রাক বা সিএনজি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। লাইন মাস্টারদের দায়িত্ব: প্রতিটি রোডের (মধুপুর-ঢাকা, মধুপুর-ময়মনসিংহ, মধুপুর-জামালপুর) মাস্টারদের নিশ্চিত করতে হবে যেন তাদের যানবাহন নির্ধারিত সীমার বাইরে না দাঁড়ায়। অটোরিকশা নিয়ন্ত্রণ: ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নির্দিষ্ট শৃঙ্খলা মেনে চলা এবং স্ট্যান্ডের ভেতরে বিশৃঙ্খলভাবে প্রবেশ না করা।
ফুটপাত দখলমুক্ত: যানজট কমাতে রাস্তার পাঁশের অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার কঠোর নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, বাস শ্রমিক সমিতির নৃতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, ও অটোরিক্সা সমিতির নেতৃবৃন্দ, মাস্টার ও নেতারা প্রশাসনের এসব সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন এবং যানজট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন। তবে তারা স্ট্যান্ডের জায়গা স্বল্পতার কথা উল্লেখ করে স্থায়ী টার্মিনাল সংস্কারের দাবিও জানান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল, ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন , সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা পৌর সভার প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন,
মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের মধুপুর প্রতিনিধি আঃ হামিদ, প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তার মধুপুর প্রতিনিধি নাজমুল হক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ মধুপুর প্রতিবেদক নাজিবুল বাশার, দৈনিক যুগান্তর পত্রিকার মধুপুর প্রতিনিধি এসএম শহীদ, দৈনিক দৈনিক ভোরের আকাশ, জাহিদুল কবির প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সতর্কবার্তা দিয়ে বলেন, “প্রাথমিক আলোচনার পর যদি পরিস্থিতির উন্নতি না হয়, তবে জনস্বার্থে কঠোর আইনানুগ ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”