উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ-এর বিশেষ আয়োজন ‘মুক্তিযোদ্ধা মিলন মেলা ২০২৫’-এ অংশগ্রহণ শেষে মোটর বাইকে ফেরার পথে বিভিন্ন স্থানে হামলাকারীদের অনুসরন করার বিষয়টি অনুমান করেন। পথিমধ্যে রামপুরা থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে সাথে নিয়ে বিজয়নগরস্থ সেন্ট্রাল ল’ কলেজের পিছন দিয়ে যাওয়ার সময় ৬/৭ জন তাদের গতিরোধ করে উপর্যপুরি লোহার রড, হকিস্টিক দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে দুর্বৃত্তরা। এতে মোমিন মেহেদী প্রতিরোধ করার চেষ্টা করলে, তাকে বেদম আঘাত করতে থাকে হামলাকারীরা। এসময় শান্তা ফারজানা চিৎকার দিয়ে পথচারিরা এগিয়ে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানিয় প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাঈদের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আঘাতে শরীরের বিভিন্ন স্থানে ইনজুরি হয়েছে। হামলা দীর্ঘস্থায়ী হলে বড় ধরণের ঘটনা ঘটতে পারতো।