নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) বাদ আছর পাঠানটুলী বাসস্ট্যান্ডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ ও ১০নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন বাবুল’র সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে ও-ই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।
প্রধান অতিথির রাজিব তার বক্তব্যে বলেন- বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায়, বিশেষ করে এ-ই জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা-কর্মীর আত্মস্থল হিসেবে উনি ওনার জীবনকে উৎসর্গ করেছিলেন। নির্যাতন নিপীড়ন বেছে নিয়েছিলেন, তবুও আমাদেরকে বিপদে ফেলে একা রেখে যায়নি। এ রকম ময়সী নেত্রী বাংলাদেশে রাজনৈতিক জীবনে আর কখনও কেউ আসবে কিনা সবার মনে সন্দেহ রয়েছে।
তিনি আরও বলেন- সৎ আদর্শবান দেশপ্রেমী নেত্রী হারিয়ে বাংলাদেশ কি হারালো, এখন উপলব্ধি না করলেও ভবিষ্যতে ঠিকই উপলব্ধি করবে মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র যে দেশাত্মবোধ ও দেশপ্রেমী ছিলেন, উনি ওনার কর্মকাণ্ডে তা প্রমাণ করেছেন। এ-ই বিষয় নিয়ে কিছু বলার নাই। একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে নফল এবাদত ও পাঁচ ওয়াক্ত নামাজে ওনার জন্য দোয়া করা।
ও-ই দোয়া মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন- নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল হাসান রোকন, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, নাসিক ১০নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন ভুঁইয়া সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন- গোলাম মোস্তফা, রাশেদুল ইসলাম রাশেদ, মোঃ সেলিম, দিদার, ইমতিয়াজ, শিপন, হাসান রাজা, তনময় প্রমূখ।