পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম ১২ (পটিয়া) সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ছাতা মার্কার এম এয়াকুব আলী বলেছেন, আমরা জামায়াতে যোগদান করিনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি।’ তিনি বলেন, আমাদের প্রতীক ‘দাড়িপাল্লা’ নয়, আমাদের প্রতীক ‘ছাতা’। আমরা মুক্তিযু-দ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি। আমরা আসন সমঝোতা করেছি। আমরা যে আসনে প্রার্থী দেব, জামায়াত সেখানে প্রার্থী দেবে না। একইভাবে তারা যেখানে প্রার্থী দেবে, আমরাও সেখানে দেব না। মুলত নির্বাচনী জোট হয়েছে, এ নির্বাচনে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ইনসাফের ভিক্তিতে রাষ্ট্র পরিচালনা করা আমাদের লক্ষ্য। তিনি বলেন, যারা মনে করছে এমপি হয়ে গেছে এই মনোভাবে যাদের তারাই বুঝতে এখনোও অবশিষ্টে রয়েছে। জনগণ সকল ক্ষমতার উৎস। গত দেড় বছরে পটিয়ার মানুষ শান্তিতে ছিলো না,পটিয়ায় সন্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি,ভুমিদুস্য, জায়গা- জমি দখল বেদখল কারা করছে পটিয়ার জনগণ ওয়াকিবহাল আছে। পটিয়ার আপামর জনসাধারণ ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ব্যালটে মাধ্যমে প্রমান করতে হবে সন্রাসী চাঁদবাজদের বিরুদ্ধে জনগণের অবস্থান। এম.এয়াকুব আলী (৯ জানুয়ারি) সন্ধায় পটিয়া মুন্সেফ বাজার দলীয় কার্য়লয়ে গনতান্ত্রিক ছাএদলের ১৬তম প্রতিষ্টা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এক কথা গুলো বলেন। ছাএনেতা সাজ্জাদুল ইসলাম এর সভাপতিত্বে ছাএনেতা রাকিব চৌধুরীর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা এলডিপি’র সভাপতি মনসুর আলম, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, বিশেষ অতিথি পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক আয়ুব আলী, পটিয়া পৌরসভা সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ডাক্তার রিদোয়ান আজাদ চৌধুরী, মোহাম্মদ সৈয়দ, বক্তব্য রাখেন, পৌর সাংগঠনিক সম্পাদক শাহ আলম, অহিদুল ইসলাম, নুরুল আলম, আবদুর রশিদ, মামুন, রঞ্জন ধর, প্রচার সম্পাদক আবদুল কাদের, ,কানুন, বেলাল, আমিন,জাহেদুল হক,নুরুল ইসলাম, জাকারিয়া, মনির, তামিম,জামাল, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, দিদার, খোরশেদ, ওসমান, নুরু,এরশাদ হোসেন, প্রমুখ। অনুষ্ঠানে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ পটিয়া আসনের প্রার্থী এম এয়াকুব আলী গনতান্ত্রিক ছাএদলের কেক কেটে ১৬তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করেন। এসময় দলের বিভিন্ন পর্যায়ে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।