বিশেষ প্রতিবেদকঃ নির্বাচন কমিশন (ইসি) তে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।
(১২ জানুয়ারি) সোমবার দুপুর ১২টায় আপিল শুনানির ৩য় দিনে তার আপিল মঞ্জুর করে ইসি। এদিন শুনানির ৩য় দিনে নির্বাচন ভবন মিলনায়তনে ৭০টি আপিল নিষ্পত্তি করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বাছাইয়ের দিন হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায় মাকসুদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেছিলেন। সোমবার দুপুরে তার আপিল আবেদনের শুনানি হয়।
শুনানি শেষে মাকসুদ হোসেনের আইনজীবী ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মোঃ মাকসুদ হোসেনের আপিল মঞ্জুর করেছে ইসি। এর ফলে তার মনোনয়নপত্র বৈধ হয়েছে।
শুনানি শেষে মাকসুদ হোসেন সাংবাদিকদেরকে জানান, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করেছিলেন। তাদের বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছি।