নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর যুব সমাজের উদ্যোগে ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ জনুয়ারী) বিকেলে কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় ও-ই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উত্তর নরসিংপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ রিয়াজুল ইসলাম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসেন বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী।
কাশিপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় ও-ই অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপি’র সাধারন সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আরিফ মন্ডল, মাওলানা ফেরদাউসুর রহমান, মোঃ ফিরোজ আহম্মেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রার্থণা করা হয়। একই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়।
আলোচনা সভা শেষে ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।