নিজস্ব প্রতিবেদক (বন্দর) নারায়ণগঞ্জ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরে এক বিশেষ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের সিএইচডি গেট সংলগ্ন এলাকায় ওয়ার্ড ও গ্রাম ভিত্তিক ‘ক্রাইম কন্ট্রোল মিডিয়া’ (সি.সি.এম) এর সদস্যদের এই সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক সুরক্ষা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধমুক্ত রাখতে এই সভার আয়োজন করা হয়। ২৩নং ওয়ার্ডের বিট অফিসার ও বন্দর থানার এসআই আব্দুল মোতালিব ভূইয়া’র সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন। তিনি বলেন, “শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং এলাকায় অপরাধ নির্মূল করতে পুলিশ ও নাগরিকদের মধ্যে সমন্বয় জরুরি। সিসিএম সদস্যরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বন্দর থানার ওসি (তদন্ত) মোঃ আনিসুর রহমান এবং সহকারী বিট অফিসার এএসআই বাদশা ব্যপারী।
২৩নং ওয়ার্ড সিসিএম সদস্য আমিরুল ইসলাম (বাবু)-এর সভাপতিত্বে এবং তাজুল ইসলাম কাজল-এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সিসিএম সদস্য মোঃ ইকবাল হোসেন মাদবর, কাজল আহম্মেদ কালন, ডাক্তার কাজী নজরুল ইসলাম, খাদেম খোকন মিয়া, সানজিদ আলম ব্যপারী, তাহের মাহমুদ, আসলাম মিয়া, মিজান, আরিফ হোসেন ও জামান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা গ্রাম ও ওয়ার্ড ভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।