সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মোসা. নাসরিন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। নাসরিন দম্পতি গলাচিপা পৌরসভার সামুদাবাদ রোডের পশ্চিম পাশে ৭নম্বর ওয়ার্ডের গনি মিয়া সড়কের মো. জামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। শুক্রবার রাত ১০টার দিকে নাসরিনকে তার স্বামী সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। জানা গেছে, মৃত নাসরিন পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম হাওলাদারের মেয়ে।
ইয়ামিন ইসলাম নাফিস (১০) ও ইয়াকিন ইসলাম রুবাইত (৪) নামে মৃতের দুই পুত্র সন্তান রয়েছে। গৃহবধূর স্বামী মো. রেজাউল করিম জানান, ঘটনার দিন রাত ১০টার সময় আমাদের রুমে শুয়ে ছিলাম। এমন সময় স্ত্রী নাসরিন বাথরুমে যাওয়ার কথা বলে পাশের রুমে গিয়েই ভেতর থেকে দরজার সিটকানি আটকে দেয়। আমি এবং আমার বড় ছেলে দরজা খুলতে না পেরে পাশের বারান্দায় গিয়ে দেখতে পাই আমার স্ত্রী সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।