পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়াস্থ হযরত মোখলেছুর রহমান (র:) মাইজভান্ডারি এর বার্ষিক ওরশ ১৯ জানুয়ারী সোমবার মহাসমারোহে দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে। ওরশ উপলক্ষে বাদে ফজর খতমে কোনআন, বাদে আসর খতমে গাউছিয়া, তাওয়াল্লাদে গাউছে মাইজভান্ডারী, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা মাইজভান্ডারী ছেমা মাহফিল ও কাউয়ালী অনুষ্ঠিত হবে। রাতে আখেরি মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হবে। উক্ত ওরশ শরীফে আওলাদে পাক ও খাদেম মোহাম্মদ শফিউল বশর এর ভাই মাষ্টার মোহাম্মদ আবদুল গণি মাইজভান্ডারী আওলাদ- এ পাক ও মোন্তাজেমে দরবার সকল মুরিদ, বক্ত ও আশেকানদের উপস্থিত কামনা করেছেন।