পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি; চট্টগ্রামের পটিয়ায় স্মরণকালের সর্ববৃহৎ বর্ন্যাট্য আয়োজনের মাধ্যমে কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির বর্ষপূর্তি উপলক্ষে বিশাল র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিকনিকে মেজবানি খাবার পরিবেশ করা হয়েছে।
২১ শে জানুয়ারি বুধবার দুপুরে গাজী কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেমিস্ট এন্ড ডাগিষ্ট পটিয়া উপজেলার সভাপতি জয়দেব বড়ুয়া,স্বাগত বক্তব্য রাখেন কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম,
এমআর পি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও
লি উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ আনিস উদ্দীন সঞ্চলনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুর রাজ্জাক, উপদেষ্টা খোরশেদ আলম, চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ওষুধ কোম্পানি আরএসএম গন সহ মোহাম্মদ হাবিবুর রহমান, মোজাফফর আলম মিন্টু, মোহাম্মদ ফোরকান, অলক দাশ, শেখ মুহাম্মদ, কবির হোসেন, জসিম উদ্দিন, সুজন দে, নয়ন চৌধুরী, মীর আরিফ, সাইফুল ইসলাম, সুজল দে, বিশ্বজিত, নুরুল আমিন, বিজয় চক্রবর্তী,আবু রেজা মুহাম্মদ সেলিম, মিশন ভট্টাচার্য, আবদুল আউয়াল, কমল বৈদ্য, মিলন ভট্টাচার্য, মোজাম্মেল হোসেন, শহিদ উদ্দীন,
মোহাম্মদ তোফাইল, মোহাম্মদ সাহেদ প্রমুখ। কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির নেতৃবৃন্দ জানান, কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতি এ সর্বপ্রথম মফস্বল উপজেলা পটিয়া বিশাল বর্ষপূর্তি আয়োজন করে।
যাহা স্বরণকালের সর্ববৃহৎ রেলি সমাবেশ অনুষ্ঠিত হয়। কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির বিশাল র্যালি পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাহাপটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের নজরে পড়ে। অসাধারণ মনোমুগ্ধকর অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন পটিয়া উপজেলা কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির সভাপতি জয়দেব বড়ুয়া, সাধারণ সম্পাদক দিদারুল আলম, এমআরপি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনিস উদ্দীন সহ সকল নেতৃবৃন্দ।