1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটুয়াখালী-৩ আসনে নুর ও মামুনসহ ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা পটুয়াখালী-৩ আসনে নুর ও মামুনসহ ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ পটিয়ায় স্বরনকালের সর্ববৃহৎ কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির র‌্যালি সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত সম্পর্ক: জাস্টিস পার্টির দায়িত্বশীল অবস্থান লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ পটিয়ায় শিক্ষক সমিতি কতৃক গুনী শ্রেষ্ট প্রধান শিক্ষক নাছির উদ্দীন সংবর্ধিত বাসররাতে কনে মুখ ধোয়ার পর মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট, বিয়ে গড়াল আদালতে বন্দরে অবৈধ গ্যাস ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ টাকা

পটুয়াখালী-৩ আসনে নুর ও মামুনসহ ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৩ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপি ও গণঅধিকার আসন সমঝোতা করায় এ আসনে ধানের শীষ প্রতীকের কোন প্রার্থী নেই। এ আসনে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর পেয়েছেন তার দলীয় ‘ট্রাক’ প্রতীক। তবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদসহ দল থেকে বহিষ্কৃত নেতা হাসান মামুন পেয়েছেন ‘ঘোড়া’ প্রতীক। এ ছাড়া জামায়াতে ইসলামী মনোনীত ও ১০-দলীয় জোট প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম পেয়েছেন ‘দাড়িপাল্লা’ প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী আবু বকর সিদ্দিক পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক।

বুধবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসারের আয়োজনে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত থেকে সংশ্লিষ্ট চারটি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ (বিপিএম সেবা), উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাত্তলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সীসহ বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ ও প্রার্থীরা।

এসময় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশে বলেন, প্রতীক হাতে পাওয়ার পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। তবে সবাইকে অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে এবং কেউ কারও বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য বা আচরণ থেকে বিরত থাকতে হবে। ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি একই দিনে ভিন্ন ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসনটি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম আলোচিত আসনে পরিণত
হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। এই আসনে গলাচিপা ও দশমিনায় দুই উপজেলা, একটি পৌরসভা এবং ১৯টি ইউনিয়ন।

মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১। পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৪৮। মোট ভোটকেন্দ্র ১২৪টি। এর মধ্যে গলাচিপায় ৮০টি ও দশমিনায় ৪৪টি , তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র এখনো চূড়ান্ত হয়নি। নদী ও চরবেষ্টিত দুর্গম এলাকা থাকার কারণে এই আসনের কিছু জায়গা ভোটের জন্য ঝুঁকিপূর্ণ। গলাচিপার চরবিশ্বাস, চরকাজল, বকুলবাড়িয়া এবং দশমিনার আলীপুরা, বাঁশবাড়িয়া, রণগোপালদী এলাকায় শীতকালীন কুয়াশা, নৌযান নির্ভর যোগাযোগ এবং দুর্বল ইন্টারনেট সমস্যা ভোট পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি করছে। সময় মতো ভোট সামগ্রী পৌঁছানো, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। কুয়াশা ও যাতায়াত সমস্যা ভোটার উপস্থিতি কমাতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি