শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ নজরুল সংগীতে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন ময়মনসিংহের নান্দাইলের কৃতি সন্তান পিনাক সাহা পার্থ। নেত্রকোনা সরকারি কলেজ থেকে ‘গ’ বিভাগে অংশ নিয়ে সে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই মুকুট অর্জন করে। গত ১৯ জানুয়ারি ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে এই জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে পিনাক সাহা পার্থ নজরুল সংগীতে প্রথম স্থান অধিকার করে। পরের দিন ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার তাঁর হাতে এই সম্মাননা পদক ও পুরস্কার তুলে দেন। উল্লেখ্য যে, পার্থের এই সাফল্য নতুন কিছু নয়।
এর আগে ২০২২ এবং ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহেও সে নজরুল সংগীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছিলেন। হ্যাটট্রিক জয়ের মতো এই সাফল্য তাঁর সংগীত প্রতিভার এক অনন্য স্বাক্ষর। নান্দাইল পৌর শহরের চন্ডিপাশা মহল্লার কণ্ঠশিল্পী বিরাজ কুমার সাহা তাপ্পি ও শিল্পী রানী সাহার জ্যেষ্ঠ সন্তান পার্থ। বর্তমানে সে নেত্রকোনা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। মূলত একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছে সে । তাঁর ঠাকুরদা বিমল সাহা এবং ঠাকুমা প্রাক্তন পৌর কমিশনার কল্পনা রানী সাহাও ছিলেন পরম সংগীত অনুরাগী। পার্থের হাতেখড়ি তাঁর বাবা বিরাজ সাহার কাছেই, যিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী।
পরবর্তীতে তিনি কেন্দুয়ার সুশেন সাহা এবং ঢাকা সরকারি সংগীত মহাবিদ্যালয়ের প্রভাষক সাইফুল তানকারের কাছে শিক্ষা গ্রহণ করে। বর্তমানে গত চার বছর ধরে সে কলকাতার প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত গুরু অর্ঘ্য চক্রবর্তীর কাছে উচ্চাঙ্গ সংগীতের প্রশিক্ষণ নিচ্ছে। পার্থের এই ধারাবাহিক সাফল্যে তাঁর পরিবারসহ নান্দাইল ও নেত্রকোনার সাংস্কৃতিক মহলে আনন্দের জোয়ার বইছে। ভবিষ্যতে সে নিজেকে একজন উচ্চমানের শাস্ত্রীয় সংগীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।