আজ ২২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ১১ নং ওয়ার্ড এমসারকেস তল্লা হাজী গঞ্জ এলাকায় প্রতিটা পাড়া মহল্লা গণসংযোগ করেন এই সময় তার সংক্ষিপ্ত বক্তব্যে মাকসুদ বলেন গত ৫ আগস্ট জুলাই যোদ্ধাদের সম্মান জানিয়ে এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনায় করে আমি আমার ফুটবল মার্কায় প্রচায় কার্যক্রম শুরু করলাম আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন জয় হয়ে এই নারায়ণগঞ্জ ৫ আসনের সকল প্রকায় উন্নয়ন কাজ করতে পারে।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন। —নারায়ন গঞ্জ সিটি করপ্রোষনের ১১নং ওয়ার্ডের হাজী -আঃ রহমান ভূইয়া পক্ষ থেকে ফুলের শুণেচ্ছা জানান এবং এ সময় অন্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন ডাঃ জিলল্রহ মান মোঃ মোজাম্মেল হক, মোঃ ফিরুজ আহম্মেদ গাজীআলম, শহিদুল ( রাসেল ভূইয়া, মুরুব্বী) আনোয়ার হোসেন মন্জু,প্রমুখ।