পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে প্রতিবছর ন্যায় এবারও জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতী পূজা বাণী অর্চনা। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে চক্রশালা স্কুলে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়। জানা যায়, প্রতি বছর শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। দেবীর আহ্বানের মাধ্যমে পূজা শুরু হয়ে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে তা শেষ হয়। বানী অর্চনা ১৪৩২ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পটিয়া উপজেলার শ্রেষ্ট গুনী প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন, অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের বানী অর্চনা পরিষদের আহবায়ক বাবু রবীন্দ্র ঘোষ, যুগ্ম আহবায়ক সাধন চন্দ্র দে, আনন্দমোহন মজুমদার,সুলাল কান্তি চৌধুরী, সদস্য সচিব -সমীর কান্তি ধর, যুগ্ম সদস্য সচিব জুয়েল দাশ।সদস্য নিউটন দে,নিউটন দাশ,রিংকু চক্রবর্তী, স্বাগতা ভট্টাচার্য, প্রিয়াঙ্কা দে। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ। অত্র অনুষ্ঠানে সকল অতিথি বর্গের উপস্থিতিতে গীতা প্রতিযোগিতায় উত্তীর্ণ সকলকে পুরুষ্কার হিসেবে বিভিন্ন ধর্মীয়গ্রন্থ প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষক পরিষদ ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শ্রেষ্ট প্রধান শিক্ষক প্রধান অতিথি নাছির উদ্দীন’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।