চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া নিরীহ নবাব মিয়া নামে এক নিরীহ ব্যাক্তিকে সেনা কেম্পে অভিযোগ দিয়ে হয়রানি করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। নবাব মিয়া ঐ এলাকার আহমদ শরীফ এর পুএ। জানা যায় দীর্ঘদিন যাবত প্রতিবেশি জনৈক আবু নাছের, আবুল হাসেম, আনোয়ার উদ্দিন সহ কয়েকজনের সাথে পারিবারিক জায়গায় জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, গতমাসে নিজের চলাচলের জন্য নবাব মিয়া নিজের জমি থেকে মাটি কেটে রাস্তা ভরাট করলে এতে আবু নাছের, আবুল হাসেম, আনোয়ার উদ্দিন, জামাল উদ্দিন বাধা দেয় এবং রাস্তাটি কেটে ফেলে। এলাকার সচেতন জনগণ এ বিষয় জানান, রাস্তার প্রযোজনীয়তা রয়েছে, যার কারণে নবাব মিয়া পুরোনো রাস্তা মেরামত ও সংস্কার করেন। এতে প্রতিপক্ষ বিবাদীগন বাঁধা দিয়ে অন্যায় করেছেন। এবিষয়ে নবাব মিয়া উর্ধতন পুলিশ হস্তক্ষেপ কামনা করেন।