আজ শনিবার ২৫ শে জানুয়ারী নারায়ণগঞ্জ বন্দরে ১নং খেয়াঘাটের উত্তর পার্শ্বে র্যালী আবাসিক এলাকার সামনের মাঠে
আতায়ে রাসূল সুলতানুল হিন্দ্ হযরত খাজা মাঈনুদ্দিন চিন্তী (রঃ) ১৭ তম ওরশ মোবারক উপলক্ষে খাজা নাজিমুদ্দিন চিস্তীর বক্ত পাগল মরহুম তোফাজ্জল হোসেন স্মরণে তার ছেলে মোহাম্মদ ইবু’র আয়োজনে বাৎসরিক পবিত্র ওরশ মোবারক উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়।
উক্ত প্রোগ্রামের প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি ২৩ ওয়ার্ডের সাবেক কাউন্সিল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আবুল কাওসার আশা’র নির্দেশে এই সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা সিএনজি অটো শ্রমিক ইউনিয়ন কমিটি সভাপতি পাপ্পু আহমেদ সাধারণ সম্পাদক হুমায়ূন, সৈকত হাসান, সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক ডালিম সিকদার ২২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শিবু দাস, অজিত দাস, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক রাজু আহমেদ রাজন, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ সজীব সেচ্ছা সেবক দলের নেতা বাবুল ,বন্দর থানা মৎস্যজীবী দলের নেতা লিওন মহিলা নেত্রী পান্না সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
জনাব হাজী মিলন্ট, সাংবাদিক মান্নান খান বাদল, ইন্জিনিয়ার মোল্লা, নাসির মেকার, মোঃ সাগর, মোঃ জুলহাজ, মোঃ বিল্লাল, মোঃ ফিরোজ প্রধান, মোঃ শাহীন, মোঃ আক্তার।
আরজগুজার: ওরশ কমিটি