পটিয়ার ছনহরা হযরত আছন আলী শাহ্ (র:)বার্ষিক ওরশ ২৭ জানুয়ারী পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা ছনহরা ইউনিয়নে চাটরা এলাকায় হযরত আছন আলী শাহ্ (রহ:) বার্ষিক ওরশ ১৩ মাঘ ২৭ জানুয়ারী রোজ মঙ্গলবার মহাসমারোহে গাউছিয়া শাহ্ আছন আলী মঞ্জিলে অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে দরবার পক্ষ থেকে। ঐদিন দিনব্যাপী খতমে কুরআন, খাজাগান, জিকির, মিলাদ মাহফিল খাজা গান রাতে আখেরি মোনাজাত শেষে ভক্তদের মাঝে তবরুক বিতরণ করা হবে। হযরত আছন আলী শাহ্ (র:) ওয়ারিশবৃন্দ ফাউন্ডেশন পক্ষে মোহাম্মদ মোস্তাক শাহ্ উক্ত বার্ষিক ওরশ শরীফ সফল করার আহবান জানিয়েছেন।