সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডে ৫টি বসত ঘর ভস্মিভূত হয়েছে। এ সময় আতঙ্কে অসুস্থ হয়ে পড়া শিপ্রা রানী হাওলাদারকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোডে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় পঁচিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন।
গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, ‘গলাচিপা পৌর এলাকার সাগরদী রোডে সৌরভ হাওলাদারের ঘর থেকে বিদ্যুৎ শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের শিপ্রা রানী হাওলাদার, গোপাল হাওলাদার, নিজাম মৃধা ও আক্তার হোসেন হাওলাদারের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন প্রাণহানি হয়নি।’