মো.আরিফ হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে মাদরাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা উন্মোচিত হয়। সকাল থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের শারীরিক ও মানসিক দক্ষতা প্রদর্শন করে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে দৌড়, দীর্ঘ লাফসহ বিনোদনমূলক বিভিন্ন দেশীয় খেলার আয়োজন করা হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আবু তারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন এবং প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য এস এম মেজবাহউর রহমান চিশতি। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মু. ইকরামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:হেমায়েত উল্যাহ: কো-অর্ডিনেটর, লক্ষ্মীপুর শাখা। মীর ফরহাদ হোসেন সুমন যুগ্ম সাধারণ সম্পাদক ,মো.আরিফ হোসেন ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক,লক্ষ্মীপুর প্রেসক্লাব। মোঃ ইমরান হোসেন: কো-অর্ডিনেটর, চাঁদপুর শাখা। মোঃ মফিজ উদ্দিন: কো-অর্ডিনেটর, লক্ষ্মীপুর গার্লস শাখা। মোঃ হাবিব উল্লাহসহ মাদরাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ।