কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে ১১৪ পটুয়াখালী ৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন’র সমর্থনে প্রচার কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার(৩০ জানুয়ারি)শেষ বিকেলে কলাপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের হাসপাতাল মসজিদ থেকে এ কার্যক্রম শুরু করেন উপজেলা ও পৌর ওলামা দলের নেতৃবৃন্দ। এছাড়াও ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা প্রচার করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আঃ আউয়াল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহিববুল্লা আনছারী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আফজাল হুসাইন, কলাপাড়া পৌর ওলামা দলের সভাপতি মাওলানা মো.ফোরকানুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক সহ উপজেলা ও পৌর ওলামা দলের নেতৃবৃন্দ।
উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আঃ আউয়াল তালুকদার বলেন, আগামীর দেশনায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতা গ্রহণ করলে দেশের সকল ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক সন্মানি দেয়া হবে। এছাড়াও প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড সহ জনগণের কল্যাণে সকল সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি। তাই ১২ ফেব্রুয়ারি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান ওলামা দলের এই নেতা।