বাউফল, প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলা বিএনপি কার্যালয়ে ও বিকাল সারে তিনটায় বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক তছলিম তালুকদার বলেন, জুলাই আগস্টে নিহত সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেনকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে জামায়াতে ইসলামী অপপ্রচার চালাচ্ছে।
অপরদিকে বাউফল প্রেসক্লাব মিলনায়তনে নিহত সাংবাদিক মেহেদী হাসানের মা মাহমুদা বেগম দাবী করে বলেন, জামায়াতে ইসলামী দলের প্রচারণা চালালে বিএনপি কর্মীরা তাকে ও তার স্বামীকে শারিরীকভাবে লাঞ্চিত করেন। উল্লেখ্য, নিহত মেহেদী হাসানের বাবা মা বিএনপি কর্মীদের হামলায় আহত হওয়ার ঘটনায় বাউফল থানায় বিএনপির ১৫ জন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন এখন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।